সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আজ বুধবার (২৯ মে) দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর একটি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।
আইনজীবী রিগ্যান তার নোটিশে বলেছেন, আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞা প্রদান করেছে। এছাড়াও, জাতীয় দৈনিক পত্রিকায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই অভিযোগগুলো প্রমাণিত হলে, তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
নোটিশে আরও বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত এই অভিযোগগুলো তদন্ত করেনি। এটি দুদকের নিষ্ক্রিয়তার পরিচায়ক বলে মনে করছেন আইনজীবী রিগ্যান।
তিনি দুদককে দ্রুত তদন্ত শুরু করে আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাই করার এবং তাকে ফলাফল জানানোর জন্য অনুরোধ করেছেন।
আইনজীবী রিগ্যান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি দুদক এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে তিনি আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
সূত্র: এনটিভি
জাগো/আরএইচএম

