সৌদি আরব, যে দেশ দীর্ঘদিন ধরে রক্ষণশীলতার জন্য পরিচিত ছিল, সেখানে এবার ‘হালাল’ নাইট ক্লাব খোলার পরিকল্পনা চলছে। ‘হোয়াইট’ নামের এই নাইট ক্লাবটি দুবাই ও বৈরুতের বিখ্যাত ব্র্যান্ডের অংশ হবে এবং জেদ্দায় খোলা হবে।
‘হালাল’ নীতি: মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নারী-পুরুষ সকলের জন্য উন্মুক্ত: পুরুষ ও নারী উভয়ের জন্যই আলাদা আলাদা ডান্স ফ্লোর থাকবে।
বিনোদন: বিশ্বখ্যাত ডিজে, লাইভ মিউজিক, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিলাসবহুল পরিবেশ: আধুনিক আসবাবপত্র, আলোকসজ্জা এবং শব্দ ব্যবস্থার মাধ্যমে তৈরি করা হবে মনোরম পরিবেশ।
উচ্চমূল্যের সদস্যপদ: ক্লাবে প্রবেশের জন্য বার্ষিক সদস্যপদ ফি দিতে হবে।
অনেকে মনে করছেন সদস্যপদ ফি অনেক বেশি। রক্ষণশীলরা মনে করেন এটি ঐতিহ্যবাহী মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কিছু লোক নারীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন।
জাগো/আরএইচএম

