বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। তিনি পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট। নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বাঘারপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এনায়েত হোসেন লিটন। এছাড়া নারী-ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা জামান।
অন্যদিকে, অভয়নগরে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৭১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডাক্তার সাফিয়া খানম ৪২ হাজার নয়শ’ ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অভয়নগর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
জাগো/আরএইচএম

