মাদক রুখবো স্মার্ট বাংলাদেশ গড়বো এই স্লোগান কে সামনে রেখে যশোর সদর উপজেলার চেয়্যারমান পদপ্রার্থী তোহিদ চাকলাদার ফন্টু এর সার্বিক সহযোগীতায় ছাত্রসমাজের মাঝে ফুটবল ক্রিয়াসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন, ছাত্রনেতা মেহেদী হাসান, যশোর জেলা ছাত্রলীগ, ছাত্রনেতা বি.এম.সাকিব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এছাড়া অনেকে উপস্হিত ছিল।
ছাত্রসমাজের উদ্দ্যশে বি. এম.সাকিব হোসেন বলেন, আমাদের শারীরিক ভাবে সুস্হসবল রাখতে খেলার বিকল্প নাই, আমাদের সব সময় মাদক থেকে দূরে থাকতে হবে সচেতন থাকতে হবে,
জাতীর কর্ণধর তোমরা, তোমরাই পারবে ম্মার্ট বাংলাদেশ তৈরি তে অবদান রাখতে।
জাগো/আরএইচএম

