টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে শনিবার সকাল আটটার দিকে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন দিনাজপুরের পীরগঞ্জ উপজেলা সদরের আফজাল হোসেন ও মোঃ আমির হোসেন। তারা দুজনই সম্পর্কে খালাতো ভাই ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধান কাটতে গিয়েছিলেন। তখন হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই আফজাল ও আমিরের মৃত্যু হয়। এছাড়াও আরও চারজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বজ্রপাতের তীব্র আঘাতেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই দুর্ঘটনায় গ্রামবাসীরা শোকাহত। নিহতদের পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
জাগো/আরএইচএম

