মাদারীপুরে পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে।
পুলিশ কনস্টেবল তানজিলা আক্তার ও এসআই শহিদুল ইসলাম রতন দাস নামে এক ব্যক্তির কাছ থেকে ১৪ লাখ টাকা ঘুষ নেন।
রতন দাসকে পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই টাকা নেওয়া হয়। টাকা লেনদেনের একটি ভিডিও ফাঁস হয়েছে। রতন দাস পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
তানজিলা আক্তার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে সবকিছু পুলিশ সুপারকে জানিয়েছেন। শহিদুল ইসলাম টাকা গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন।
মাদারীপুরের পুলিশ সুপার ঘটনার তদন্ত নিশ্চিত করেছেন। তদন্তে সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তাদের চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে।
জাগো/আরএইচএম

