যশোর জেলার বেনাপোল থানা এলাকা হতে অন্তঃসত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অপরাধে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
জানা গেছে, গত ১০এপ্রিল ঈদুল ফিতরের দিন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানা এলাকায় যৌতুক না দেওয়ার জের ধরে স্বামী ইব্রাহিম প্রধানিয়া তার স্ত্রী খাদিজা আক্তারকে শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে।
চাঞ্চল্যকর ও স্পর্শকাতর এই হত্যাকান্ডের বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই হত্যাকান্ডের সাথে জড়িত ভিকটিমের শাশুড়ী মামলা রুজুর পরপরই গ্রেফতার হলেও মূল অপরাধী ঘাতক স্বামী ঘটনার পরপরই নিজেকে আত্মেগোপন করে।
স্পর্শকাতর এই ঘটনার মূল পলাতক আসামীকে গ্রেফতারে র্যাব-৬, যশোর ক্যাম্পের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৯ মে রাতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ডিগ্রী কলেজ এলাকায় অভিযান চালিয়ে ১০ মে রাত ১ টার দিকে ইব্রাহিম প্রধানিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
জাগো/ আরএইচএম

