কক্সবাজার: র্যাব-১৫ এর সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন থেকে একজন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতের কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাঞ্জরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা এসব ইয়াবা জব্দ করে।
আটককৃত মাদক কারবারি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলভীবাজার পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আবু সালাম চৌধুরী আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মোহাম্মদ আব্দুল্লাহ এবং তার সঙ্গে জড়িত পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জাগো/ আরএইচএম

