দেশের ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তির জন্য আজ শুক্রবার (১০ মে) সি ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এই পরীক্ষায় মোট ৪০ হাজার ১১৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্নের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র, রোল নম্বর, সিট নম্বর, প্রবেশপত্র ইত্যাদি সঙ্গে রাখতে হবে। মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ। পরীক্ষার নিয়মকানুন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সি ইউনিটে মোট ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে।এই আসনগুলোর জন্য আবেদন করেছেন ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিযোগিতা হবে ১১ জনেরও বেশি।
জাগো/আরএইচএম

