আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় বাধা হলো বিএনপি-জামায়াত।
সোমবার রাজধানীর শাজাহানপুর আমতলা মসজিদে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি। এরা সব সময় অপরাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে। মানুষকে পুড়িয়ে মেরে রাজনৈতিক ফায়দা হাসিল করাই এদের মূল লক্ষ্য। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মেরে আনন্দ উল্লাস করে, এরা আইনের শাসনের পক্ষের শক্তি হতে পারে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তা বিএনপি-জামায়াত চায় না। ৭ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা নতুন করে সমস্যা সৃষ্টি করার জন্য নতুন কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ শক্তিশালী হলে কেউ দেশে আর সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের ভিত্তিকে আরও শক্তিশালী করতে হবে। নির্বাচনে জেতার পর ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে, যারা দেশের ক্ষতি করতে চাইবে তাদের প্রতিহত করা হবে।
জাগো/আরএইচএম

