কুষ্টিয়ায় মিলন হোসেন নামের এক যুবককে চাঁদা না দেওয়ায় হত্যা করা হয়। তার ভাড়া করা বাসায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা এসকে সজিবের নেতৃত্বে ৭/৮ জন মিলে এই হত্যাকাণ্ড ঘটায়।
পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামীরা হলো:
এসকে সজিব (২৬), সজল ইসলাম (২৫), ইফতি খান (১৮), জহির রায়হান ওরফে বাবু (৩৪), ফয়সাল আহমেদ (২৫), লিংকন (২৫)। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত আরও ৪/৫ জনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
নিহতের মা শেফালী খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
এজাহারে আসামিদের নাম না থাকায় আদালত ক্ষুব্ধ হয়েছে। পুলিশকে পুনরায় এজাহার দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নিহতের মা শেফালী খাতুন খুনিদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, “আমার অত্যন্ত ভালো ছেলেকে ওরা অনেক কষ্ট দিয়ে মেরেছে। আমি খুনিদের এমন শাস্তি চাই যেন আর কোন মায়ের কোল কেউ খালি করতে সাহস না পায়।”
কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা বলেছেন, “৩ জানুয়ারী নিহত মিলনের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার পর অন্য আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালনো হচ্ছে।”
খোঁজ নিয়ে জানা যায়, মিলন হোসেন দৌলতপুর উপজেলার পূর্ব বাহির মাদি এলাকার মাওলা বক্সের ছেলে।
তিনি লেখাপড়ার পাশাপাশি আউট সোর্সিংয়ের কাজ করতেন।
জাগো/আরএইচএম

