কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

আরো পড়ুন

কুষ্টিয়া জেলায় বইছে শৈত্য প্রবাহ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন তালুকদার জাগো নিউজকে জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সকালে আবহাওয়া অফিস থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি হওয়ার খবর পাওয়ার পর তাৎক্ষণিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, জেলা তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে আসায় তাৎক্ষণিক সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমারখালী আবহাওয়া অফিসের দায়িত্বশীল কর্মকর্তা মামুনুর রশিদ জানান, মঙ্গলবার সকাল ৭টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

জাগো/এসআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ