যশোরে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। শনিবার রাত থেকেই কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে যশোরাঞ্চলের জনজীবন। এদিন সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলেছে, আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। তাপমাত্রা কমে গিয়ে শনিবার থেকে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া মধ্যরাত থেকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়তে পারে।
যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহাওয়া মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। এ কারণে যশোরাঞ্চলের ওপর দিয়ে উত্তরের ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। ফলে তাপমাত্রার চেয়ে শীত আরো বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার সকাল ৬টায় যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
জাগো/এসআই

