বিএনপির অংশগ্রহণে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো: ওবায়দুল কাদের

আরো পড়ুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা নির্বাচনের পরেও ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে।

শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সাহসিকতার কারণে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রয়েছে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা নির্বাচনের পরেও ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হলে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ দপ্তর সায়েম খান উপস্থিত ছিলেন।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ