চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু তিন দফায় সময় বাড়ানোর পরও হজ নিবন্ধনে সাড়া কম। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মাত্র ৫৩ হাজার ১১৫ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। অর্থাৎ কোটার ৫৮ শতাংশ খালি রয়েছে।
গত বছরের ১৫ নভেম্বর থেকে হজ নিবন্ধন শুরু হয়। প্রথমে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপর গত ১৮ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া মিলেনি।
হজ প্যাকেজের মূল্য বেশি হওয়ায় সাধারণ মানুষের হজযাত্রার আগ্রহ কমে গেছে বলে মনে করা হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম জানান, হজের নিবন্ধনের সময় আর বাড়ছে না। যারা নিবন্ধন করেছে, তাদের নিয়ে কার্যক্রম শুরু করা হবে।
খুলনায় সরকারি ব্যবস্থাপনায় মাত্র ১ হাজার ৬০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৪ হাজার ৫০০ জন।
খুলনা জেলা হজ অফিসের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, হজ প্যাকেজের মূল্য বেশি হওয়ায় নিবন্ধনে সাড়া কম।
জাগো/আরএইচএম

