বিপিএল খেলতে পারবেন না ফখর-ইফতিখার-হারিসের মতো পাকিস্তানি তারকারা

আরো পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আজ থেকে শুরু হয়েছে। কিন্তু এই টুর্নামেন্টে খেলতে পারবেন না পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তারা হলেন ইফতিখার আহমেদ, ফখর জামান, হারিস রউফ ও সাইম আইয়ুব।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুযায়ী, একই বছরে দুইটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলা যাবে না। বিপিএল ও ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) একইদিনে শুরু হয়েছে। তাই এই দুই টুর্নামেন্টে খেলার জন্য পিসিবি অনাপত্তিপত্র দিয়েছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং শাহিন শাহ আফ্রিদিকে। তবে শাহিন শুধু আইএল টি-টোয়েন্টিতে খেলবেন। বাকি তিন জন খেলবেন বিপিএলে।

ইফতিখার, ফখর, হারিস ও সাইম আইয়ুব এরইমধ্যে গত জুলাইয়ের পর থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ফেলেছেন। তাই তারা বিপিএল খেলার অনাপত্তিপত্র পাননি। ফখর জামান খেলার কথা ছিল ফরচুন বরিশালের হয়ে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তি হয়েছে ইফতিখারের। আর পাকিস্তানি পেসার হারিস রউফ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে খেলার কথা রয়েছে।

আইএল টি-টোয়েন্টিতে খেলবেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, আজম খান, মোহাম্মদ আমির (সবাই ডেজার্ট ভাইপার্সে) এবং ইমাদ ওয়াশিম (আবুধাবি নাইট রাইডার্স)। তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অনাপত্তিপত্র দেওয়া হয়নি ইহসানুল্লাহ, নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইনকে। নাসিমের খেলার কথা ছিল কুমিল্লার জার্সিতে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে হাসনাইনের এবং সাইম চুক্তিবদ্ধ ছিলেন দুর্দান্ত ঢাকার সঙ্গে।

তবে পিসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তির আগেই যারা আইএল টি-টোয়েন্টির কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ