বেনাপোল সীমান্তে ৭০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারী আটক

আরো পড়ুন

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৬।

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ নয়ন হোসেন (২৫) ও বিল্লাল হোসেন (২১) নামে দুই মাদক কারবারীকে আটক করা হয়।

আটক নয়ন হোসেন বেনাপোল পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও বিল্লাল হোসেন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃতরা বেনাপোল সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে মাদক নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পুটখালী উত্তর পাড়ার আহসানুর রহমানের আমবাগানের উত্তর পাশে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করতে সক্ষম হই।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ