যশোরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, ট্রেন ক্ষতিগ্রস্ত, হতাহতের ঘটনা ঘটেনি

আরো পড়ুন

যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া বন্দর এলাকা অতিক্রম করছিল। এমন সময় নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে লোকাল একটি ক্রসিং অতিক্রম করার সময় পাশ থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে ট্রাক চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনার পরপরই রেল চালচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও জানান, লোকাল ওই ক্রসিংগুলোতে গেটম্যান থাকে না। মূল ক্রসিংগুলোতে গেটম্যান থাকে।

ঘটনায় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ট্রেনটি দ্রুত থামানোয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ