নির্বাচন আসলেই অশান্ত হয় সদরের চুড়ামনকাটির দাসপাড়া

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়াটি কিছুতেই শান্ত হচ্ছেনা। বিগত ইউপি নির্বাচনের পর থেকে এ পাড়ায় দু’টি গ্রুপ নিজেদের ভিতর একাধিকবার দ্বন্দে জড়িয়ে পড়ে। বিশেষ করে নির্বাচন আসলেই শান্ত চুড়ামনকাটির দাসপাড়াটি অশান্ত হয়ে ওঠে। গত মঙ্গলবার রাতে এখানে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। এ সময় দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ সময় দু’গ্রুপের সমর্থকদের রোষানলে পড়ে পুলিশ। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এবারের সংসদ নির্বাচনে দাসপাড়ায় দু’টি গ্রুপ নৌকা ও ঈগলের পক্ষে নির্বাচন করে। নির্বাচনের পর শুরু হয় পাড়াটিতে উত্তেজনা। যা মঙ্গলবার চরম আকার ধারণ করে। খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই সেলিম হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এস আই সেলিম হোসেন জানান, ‘পরিস্থিতি শান্ত করার চেষ্টাকালে একটি পক্ষ দাসপাড়ার মানুষের সাথে পুলিশের বিরুদ্ধে অশোভন আচারণের অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। তারা আমাদের সাথে কথাকাটিতে লিপ্ত হয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে দেয়।’ তিনি জানান, পুলিশ কারোর সাথে খারাপ আচরণ করেনি। দাসপাড়ায় এখনো চরম উত্তেজনা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ইউপি নির্বাচনের পর থেকে দাসপাড়ায় দু’টি গ্রুপের মধ্যে সব সময় উত্তেজনা বিরাজ করে আসছে। ওই নির্বাচনের পর পাড়ায় দু’গ্রুপের সদস্যরা ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। সে সময় বেশ কয়েকটি বাড়ি ঘর ভাংচুর ও একাধিকজন আহত হয়েছিলেন। পাল্টাপাল্টি মামলাও হয়েছিল কয়েকটি। মূলত তখন থেকেই দাসপাড়ায় ছোটখাট বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেই আছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, ইউনিয়ন আওয়ামী লীগের দু’নেতার কারণেই এ পাড়াটি সর্বদাই অশান্ত হয়ে থাকে। তাদের মতে, এখানে দু’নেতার মদদে স্থানীয়রা দু’টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। পাড়ার শান্তিপ্রিয় মানুষের দাবি দ্রুত প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিনের দু’টি গ্রুপের দ্বন্দ্ব নিরসণে কার্যকরী ভূমিকা গ্রহণের জন্য।
এ ব্যাপারে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম হোসেন জানান, বর্তমানে পাড়াটি শান্ত আছে। পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অভিযোগ পেলে অধিকতর গ্ররুত্বের সাথে তদন্ত করা হবে।তিনি শান্তি বজায় রাখতে পাড়ার সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

জাগো/জেএইচ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ