কেশবপুরের নবনির্বাচিত এমপি আজিজকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে মানুষের ঢল

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক
নব নির্বাচিত এমপি আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে আজ দুপুর ১২ টায় বিমানবন্দরে হাজারো নেতা কর্মীদের ঢ্ল নামে। সকাল থেকে নেতা কর্মীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে যশোর বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন। নেতা-কর্মীদের অপেক্ষার প্রহর শেষে এমপি আজিজুল ইসলাম দুপুর ১২ টায় বিমানবন্দরে অবতারণ করেছেন। এ সময় বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নেতাকর্মীদের ভীড়ের কারণে পরিবেশ ঠিক রাখতে প্রাইভেট কারের ভিতর থেকে হাত নাড়িয়ে নেতা-কর্মীদেরকে স্বাগত জানান।
তারপরে একই সাথে কেশবপুরের উদ্দেশ্যে সাড়ে ১২ টার দিকে রওনা হন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন
কেশবপুর পৌর কাউন্সিলর কবির হোসেন,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কেশবপুরের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগ নেতা, শামীম হোসেন, তরিকুল ইসলাম, টিপু সুলতানসহ হাজারো নেতা কর্মী। আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে প্রায় ২শত প্রাইভেট কার, ১শত মোটরসাইকেল নিজেদের খরচে কেশবপুর থেকে যশোর বিমান বন্দরে আসেন। এবং বিমানবন্দর থেকে সাড়ে ১২ টায় এমপিকে সাথে নিয়ে কেশবপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন । এসময় শহরের বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়।

জাগো/জেএইচ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ