বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম দল হিসেবে অনুশীলন করছে রংপুর।
সকাল ১১টা ৩০ মিনিটে অনুশীলন শুরু হয় রংপুর রাইডার্সের। প্রথম দিনের অনুশীলনে জাতীয় দলের বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী ও পেসার হাসান মাহমুদ আছেন। এ ছাড়াও বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, বাঁহাতি পেসার আবু হায়দার রনি আছেন।
দলের অধিনায়ক নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মিশেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি ও আশিকুজ্জামান আগামীতে অনুশীলনে যোগ দেবেন বলে জানা গেছে।
আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ১ মার্চ।
জাগো/এসআই

