নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে কাজী ভবনে মঙ্গলবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন নির্বাচনে সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি এস এম রবি সিদ্দিকী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা লুৎফুল কবীর বিজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সংগঠনের সহ-সভাপতি আসাদ আসাদুজ্জামান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর আজাদ রহমান।
জেবি/জেএইচ

