দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে তিনি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের হাতে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। আরোও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

