যশোর জেলায় এইচএসসি পরীক্ষায় বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে। গতকাল রবিবার বেলা ১১টার পর ফলাফল ঘোষণা করা হলে জেলার বিভিন্ন কলেজে পরীক্ষার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।
এ বছর জেলায় ১১৪টি প্রতিষ্ঠানের ১৯ হাজার ১১জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ছিলো ৯ হাজার ৪শ ৪৮জন ও মেয়ে ৯ হাজার ৫শ ৬৩ জন। আর পাশ করেছে ১৪ হাজার ৩শ ১২ জন। এর মধ্যে ছেলে ৬ হাজার ৭শ ৩৫ জন ও মেয়ে ৭ হাজার ৫শ ৭৭জন।
এদিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ সূত্রে জানা যায় কলেজ থেকে এ বছর মোট পরীক্ষার্থী ছিলো ৬৯৪ জন। এর মধ্যে পাস করেছে ৬৮৭ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ৪০৬ জন শিক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ১৭৪ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১০৩ জন, ব্যবসায় শাখা থেকে ১৬৬ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন এবং বিজ্ঞান শাখা থেকে ৩৫৫ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৭৯ জন। কলেজে পাসের হার ৯৯%।
এইচএসসি ফলাফলের বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, এ বছর পূর্ণ নম্বরের এইচএসসি পরীক্ষা হয়েছে দেড় বছরে। তারপরও কলেজের শিক্ষকদের পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভালো ফলাফল করেছে। এ ফলাফলে কলেজের সবাই খুশি।
ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলো ৫৮৪ জন। এর মধ্যে পাস করেছে ৪৫৮ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। পাসের হার ৭৯%।
যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলো ২৩০ জন। এর মধ্যে পাস করেছে ২২২ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ১৯ জন শিক্ষার্থী। পাসের হার ৯৭%।
উপশহর মহিলা ডিগ্রী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলো ৩৪৯ জন। এর মধ্যে পাস করেছে ২৬৯ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। পাসের হার ৭৫%।
নতুনহাট পাবলিক কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলো ৩৮৯ জন। এর মধ্যে পাস করেছে ৩৭৬ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী। পাসের হার ৯৬%।
মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলো ৩৯ জন। এর মধ্যে পাস করেছে ২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯%।

