ভবঘুরে নারী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন

আরো পড়ুন

যশোরের চৌগাছায় পথের ভবঘুরে নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার রাতেই ইউএনও ইরুফা সুলতানা ওই নারীর খোঁজখবর নিতে হাসপাতালে যান এবং নবজাতককে কোলে তুলে নেন।

এর আগে ১৮ নভেম্বর ইউএনওর নির্দেশে উপজেলার প্রত্যন্ত এলাকার একটি গ্রাম থেকে অসুস্থ সন্তানসম্ভবা ওই নারীকে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ফলমূলও পাঠিয়েছিলেন ইউএনও।

চৌগাছা ইউএনও ইরুফা সুলতানা নিজের ফেসবুকে পোস্ট দিয়ে নবজাতক শিশুটির বাবার সন্ধান চেয়েছেন। তিনি লিখেছেন, ‘মানসিকভারসাম্যহীন ওই নারীকে বাচ্চাসহ সেইফ হোমে রাখা সম্ভব নয়, আবার মায়ের কোল খালি করে বাচ্চাকে অন্য কাউকে দেওয়াও সম্ভব নয়। একইভাবে ওই মায়ের ভরসায় বাচ্চাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। ফলে তার পরিবারের খোঁজ পাওয়া অতি জরুরি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ