বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই

আরো পড়ুন

বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে আজ অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগের ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার। আজকের ম্যাচে যে দল জিতবে তারাই বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

প্রথম ম্যাচে মালদ্বীপে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচটিকে ফাইনাল অব দ্য ইয়ার বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন এ ম্যাচটিতে জিততেই হবে তাদের।

বাংলাদেশের চেনা পরিবেশে এবং নিজেদের চেনা দর্শকদের সামনে খেলবে আজকের ম্যাচে। যে কারণে কিছুটা হলেও এগিয়ে থাকবেন জামালরা।

মালদ্বীপের কোচ আলি সুজাইন মনে করেন, বসুন্ধরা কিংস অ্যারিনা তাদের দলের জন্য সুবিধাজনক। তিনি পাল্টা প্রশ্ন ছুড়েছেন, মালদ্বীপেও তো বাংলাদেশ প্রচুর সমর্থন পেয়েছে।

দুই দলের মধ্যে সবশেষ তিনটি লড়াইয়ে একবার করে জয় পেয়েছে দুই দল। অন্য ম্যাচটি ড্র হয়েছে। আজকের ম্যাচে নির্ধারিত সময় ফল যদি সমান থাকে, তবে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। এর পরও যদি ম্যাচের ফল বের না হয় তবে পেনাল্টিতে গড়াবে ম্যাচটি।

বাংলাদেশ নিশ্চয়ই পেনাল্টির অনিশ্চয়তায় যেতে চাইবে না। তার আগেই নির্ধারিত সময়ে জয় পেতে চাইবেন জামাল, সোহেল রানা, তারিক কাজি, বিশ্বনাথ ঘোষেরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ