মধুসূদন তারাপ্রসান্ন বালিকা বিদ্যালয় যশোরে ইয়ুথ ফর স্মাইল যশোরের উদ্যোগে আয়োজিত হয়ে গেলো মানসিক স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা।
যাশোর জেলায় মানসিক স্বাস্থ্য শিরোনামে মধুসূদন তারাপ্রসান্ন বালিকা বিদ্যালয় যশোরে আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার আয়োজিত হয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর স্মাইল যশোর জেলার সভাপতি ডা.তৌহিদুর রহমান শাকিল,সাধারণ সম্পাদক সায়িদ রাফিদ, সাংগঠনিক সম্পাদক এ বি সৌমিক আহমেদ সহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুসূদন তারাপ্রসান্ন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আনাম মন্টু।
এ বিষয়ে, বি সৌমিক আহমেদ জানান,মানসিক অবসাদে আক্রান্ত রোগির সমস্যা দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে,যার ফলে আত্মহত্যা ও মাদকাসক্তি হার বাড়ছে। শিক্ষার্থীদের সচেতন করার উদ্দেশ্য এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

