বেশি দামে ডাব বিক্রি, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

আরো পড়ুন

রাজধানীর কারওয়ানবাজারে বেশি দামে ডাব বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এক অভিযানে পাকা ক্যাশমেমোসহ ডাব-কেনা বেচার তাগিদ দেন ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

ডেঙ্গুর প্রকোপে ডাবের চাহিদা বেড়ে যাওয়ায় অস্বাভাবিক দামে ডাব বিক্রি করছে অনেকে, এমন অভিযোগে বৃহস্পতিবার মধ্যরাতে কারওয়ানবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেসার্স ইউনূস এন্টারপ্রাইজ ও হাসান এন্টারপ্রাইজের ব্যবসায়ীদের বিরুদ্ধে কেনা দামের দ্বিগুণ দরে ডাব বিক্রির প্রমাণ পান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

৩০/৪০ টাকা থেকে ৬০ টাকায় কেনা ডাব ১১০ থেকে দেড়শ টাকার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্দেশনা দেয়া হয় ডাবের মূল্য তালিকা টানানোর। কেউ অতিরিক্ত দাম নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ভোক্তা অধিদফতর।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ