গাইবান্ধায় ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার কামাল হোসেন।
জানা যায়, গত ২৪ আগস্ট একটি ট্রাক বালাসীঘাট থেকে রংপুরের উদ্দেশে রওনা দেয়ার সময় ভোর ৬ টায় পুরাতন জেলাখা মোরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লবকে চাকার নিচে পিষ্টে হত্যা করে।
পরবর্তীতে ২৫ আগস্ট জেলা পুলিশের বিশেষ অভিযানে রংপুরের মাহিগঞ্জ থেকে ট্রাক, ট্রাক ড্রাইভার জামাল হোসেন, ট্রাকটির মালিক আনিসুর রহমান ও হেলপার মশিউর রহমানকে গ্রেফতার করে।

