চাকরির পরীক্ষা দিতে এসে তৃতীয় তলা থেকে লাফ যুবকের

আরো পড়ুন

রাজধানী ঢাকার খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তারেক মাহমুদ জুয়েল নামে এক চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী।

শনিবার (২৬ আগস্ট) সকালে দিকে খিলগাঁও সি-ব্লকে এ ঘটনা ঘটে। জুয়েলের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পিয়াজু গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক।

খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মীর নাসির উদ্দিন জানায়, শনিবার স্কুলটিতে বস্ত্র অধিদফতরে চাকরিপ্রার্থীদের পরীক্ষা ছিল। সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা। স্কুলটির ৩ নম্বর ভবনের তৃতীয় তলায় আসন ছিল জুয়েল নামে ওই যুবকের। সকাল ১০টা ৫০ মিনিটে কক্ষ থেকে বের হয়ে তিনি তৃতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আহতাবস্থায় ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বড় ধরনের কোনো ইনজুরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা একেবারে শেষের দিকে হওয়ায় এবং পরীক্ষা খারাপ হওয়ায় হতাশা থেকে সে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ