চাঁদে মানুষের মল ভর্তি ৯৬ ব্যাগ

আরো পড়ুন

চাঁদে মানুষের পা পড়া নিয়ে বিতর্কের শেষ নেই। আদৌ মানুষের পা পড়েছিল কি না, তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। যদিও এনিয়ে নানা প্রমাণ দেখিয়েছে বিভিন্ন সংস্থা। এবার এসব প্রমাণ জোরদার করল নতুন এই তথ্য।

চাঁদের মাটিতে পড়ে থাকতে দেখা গেছে মানুষের ব্যবহার করা বর্জ্য, মল-সহ ৯৬টি ব্যাগ। চাঁদের পৃষ্ঠে যেহেতু হাওয়া চলাচল করে না, তাই ওই বর্জ্য পদার্থসহ ব্যাগগুলো ৫০ বছর ধরে পড়ে রয়েছে একই অবস্থায়। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে অ্যাপোলো-১১ চাঁদের মাটি ছুঁয়ে ফিরে আসার সময়ে প্রমাণস্বরূপ চাঁদে যাওয়ার সমস্ত বৈজ্ঞানিক তথ্য, সেখানকার মাটি, টিলার অংশও নিয়ে ফিরে এসেছিল পৃথিবীর মাটিতে। ফেরার সময়ে চাঁদের মাটিতে আমেরিকার পতাকাসহ মহাকাশচারী নিল আমস্ট্রংয়ের ছবিও সঙ্গে তুলে নিয়ে এসেছিল।

চাঁদে তরল থেকে শুরু করে কঠিন— সব কিছুই প্রায় ভাসমান। তাই বর্জ্য মল-মূত্র ত্যাগ করা নিয়ে সমস্যা হওয়া স্বাভাবিক। বেশির ভাগ সময়েই মহাকাশচারীদের তাই ডায়াপার পরে কাটাতে হয়। ব্যবহার করা সেই সব ব্যাগ চাঁদের মাটিতে ছুড়ে ফেলেছিলেন কি না, তা স্পষ্ট নয়।

এদিকে মহাকাশ গবেষণা সংস্থা দাবি করছে, ফেরার সময়ে মহাকাশচারীরা মল ভর্তি সেই ব্যাগগুলো পৃথিবীর মাটিতে ফেরত আনলেও সঙ্গে তাদের ব্যবহার করা ডায়াপার এবং অন্যান্য বর্জ্য পদার্থ ফেরত আনতে পারেনি। সেগুলোর ছবিই হয়তো ক্যামেরায় ধরা পরেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ