সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-খুলনায় ট্রেন চলাচল স্বাভাবিক

আরো পড়ুন

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে বানিয়ারগাতী ক্রসিংয়ে তেলবাহী ট্যাংকারের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে ৭ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হলো। এর আগে বৃহস্পতিবার ভোর চারটার দিকে বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে আশেপাশের স্টেশনে ট্রেনগুলো আটকে পড়ে।

লাইনচ্যুত বগি উদ্ধারের পর বৃস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেল ট্রেন যশোর স্টেশন থেকে ছেড়ে যায়। পর্যােয়ক্রমে অন্য ট্রেনগুলোর চলাচলও শুরু হয়।

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টা আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে।

তিনি জনান, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে আসা উদ্ধারকারী যান কাজ করছে। লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এদিকে লাইনচ্যুত হওয়া বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন স্থানীয়রা। বাড়ি থেকে বালতিসহ নানা পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করছেন তারা। স্থানীয়দের ভিড়ে উদ্ধারকর্মীরা স্বাভাবিকভাকে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ