খুলনায় রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক, নারীসহ আটক ৩

আরো পড়ুন

খুলনার খালিশপুরে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার অপরাধে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার ফয়েজ উদ্দীন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বলেন, ছাত্রশিবির ও জামায়াতের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে খালিশপুর ফয়েজ উদ্দীন সড়কের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একজন নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

ওসি আরো বলেন, যাদের আটক করা হয়েছে তারা হলেন জামায়াতের নেত্রী আনিসা সিদ্দিকা এবং শিবির নেতা রাকিবুল ইসলাম ও মো. তানিম ইকবাল। শিবিরের দুজন ওয়ার্ড পর্যায়ের নেতা। আটক তিনজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

তবে আনিসা সিদ্দিকার স্বামী আলমগীর শিকদার দাবি করেন, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি খালিশপুরে ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। এ সময় পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ তার ভাই সিদ্দিক শহিদের সঙ্গে দুর্ব্যবহার করলে আনিসা তাতে বাধা দেন। পরে পুলিশ আনিসাকে আটক করে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ