ফেনীতে ২০ ছাত্রলীগ নেতা বহিষ্কার

আরো পড়ুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার পর ফেনীতে ছাত্রলীগের ২০ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত শনিবার রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ২০ জনকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে সাঈদীর বিষয়টি উল্লেখ ছিলো না।

সাময়িক বহিষ্কৃত ২০ জন হলেন ফেনী জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রাকিব উদ্দিন, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু ও মোস্তাফিজুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি শুভ, উপদফতর সম্পাদক আল মামুন, সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল আরাফাত, উপবিজ্ঞান ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবু সাঈদ, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক হাসান আহাম্মদ, ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন রাজু, ফেনী পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক শরিফ উদ্দিন ফরহাদ, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, ফেনী পৌর ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফজলুর রহমান, দাগনভূঞা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহসভাপতি জাহিদ হাসান শুভ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক শেখ রাসেল, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু বলেন, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ২০ জন নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও কেন্দ্রীয় ছাত্রলীগের পরামর্শক্রমে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

ফেনী জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো। বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহনকারী একটি সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগে নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ