ফেসবুকে সাঈদীকে নিয়ে পোস্ট করা একজন ও ৪ মন্তব্যকারীর বিরুদ্ধে মামলা

আরো পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শোক দিবস (১৫ আগস্ট) ও জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট ও মন্তব্য করায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাতে মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব। মামলার পর পোস্টদাতা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ শিমু (৩৫), পোস্টদাতা উপজেলার দলদলি ইউনিয়নের নিমগাছি এলাকার জমসেদ আলীর ছেলে ও উপজেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা (২৯), মুশরিভুজা-খড়কপুরের আলমাস আলীর ছেলে মিনহাজুল (২৮), হোসেন ভিটা এলাকার আব্দুস শুকুরের ছেলে বাইরুল ইসলাম (৩১) ও খড়কপুরের জাহির হোসেনের ছেলে সাগর আলী (২৬)।

ভোলাহাট থানার ওসি সেলিম রেজা বলেন, ‘সোহেল রানা গত ১৪ আগস্ট ফেসবুকে জাতীয় শোক দিবস ও সাঈদীকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন। বাকি আসামিরা তার পোস্টে মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাদের আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

ওসি আরও বলেন, ‘মামলার পর পোস্টদাতা সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। তবে মহিলা ভাইস চেয়ারম্যানের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট বিতর্কিত ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে স্ট্যাটাস দেওয়া সোহেল রানার ওপর ভোলাহাট মোহবুল্লাহ কলেজ গেটে ২০/২৫ জন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী হামলা চালিয়ে গুরুতর আহত করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ