আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান ঝিকরগাছার মেয়র জামাল

আরো পড়ুন

আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে চান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

জানা যায়,মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৭৭-৭৮ সালে ছাত্রলীগের শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ শাখার সাবেক যুগ্ম সম্পাদক, ১৯৮২-৮৮ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঝিকরগাছা উপজেলা শাখার সদস্য, ১৯৯৩-২০০৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ঝিকরগাছা উপজেলা শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, ২০০৩-১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ঝিকরগাছা উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক, ২০১৪ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ আওয়ামী লীগ ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংসদ নির্বাচনের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল জানান, তিনি বিগত পৌর নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে আবারও মেয়র নির্বাচিত হয়েছি। তার জনপ্রিয়তা রয়েছে বিধায় মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেন। নিজের জন্য কিছুই চাওয়া পাওয়া নেই। তিনি আগেও সাধারণ মানুষ হিসেবে সবার সঙ্গে ছিলেন এবং থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিক দেন তবে চৌগাছা-ঝিকরগাছা আসনটি অবশ্যই তাঁকে উপহার দিতে পারবে বলে তিনি আশাবাদী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ