ট্রেনে হামলা-ছিনতাই, আরো পাঁচজন গ্রেফতার

আরো পড়ুন

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনায় আরো পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১২ আগস্ট) ভোররাতে টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সকালে র‌্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সেখানে গ্রেফতারকৃতদের নামপরিচয় জানানো হয়নি।

গত বৃহস্পতিবার রাত ১১টায় কর্ণফুলী এক্সপ্রেসের একটি ট্রেনে ১০ থেকে ১২ জন যুবক অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। বাধা দিতে চাইলে যাত্রীদের ছুরি দিয়ে আঘাত করা হয়। এছাড়া ট্রেনের জানালা দিয়ে যাত্রীদের দিকে পাথর নিক্ষেপ করলে কয়েকজন যাত্রী আহত হন।

পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাপাতি, লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়। আজ আরও পাঁচজনকে গ্রেফতার করার কথা জানান র‌্যাব।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ