যশোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন কৃষক

আরো পড়ুন

যশোরে ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক মোল্লা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে সদর উপজেলার গাইদগাছী গ্রামের দক্ষিণ বিলে এ ঘটনাটি ঘটে।

আব্দুল খালেক মোল্লা যশোর সদর উপজেলার গাইদগাছী গ্রামের হাসান আলী মোল্লার ছেলে।

নিহতের ছেলে ফারুক মোল্লা বলেন, আব্বু সকাল ৮টার দিকে বাড়ি থেকে ধানক্ষেতে যান সেচ দিতে। গ্রামের দক্ষিণ বিলের মাঠে বিদ্যুৎচালিত সেচযন্ত্র থেকে সেচ দিতে যান। সকাল ১০টার দিকে খবর পায়, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। মাঠে থাকা কৃষকরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

যশোর সদরের বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান বলেন, সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক সেচযন্ত্র চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন কৃষক মারা গেছেন। এ ব্যাপারে অপমৃত্যু মামলার জন্য তার স্বজনদের কোতয়ালি থানায় পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ