যশোরে সাবেক সংসদ সদস্যের ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার

আরো পড়ুন

যশোরে সাবেক সংসদ সদস্য (এমপি) চমন আরা বেগমের ছোট ভাই বাবু খানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ আগস্ট) বিকেলে শহরের নীলগঞ্জ এলাকার বাড়ির দরজা ভেঙে বাবুর লাশ উদ্ধার করা হয়।

মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম সফিকুল আলম চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। এরপর দরজা ভেঙে বাবু খানের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, বাবু খান থাকতেন দ্বিতীয় তলায়। গত দুইদিন তার কোনো সাড়া শব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। এরপর তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়, শেষে জানালা ভেঙে স্বজনরা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ