যশোরের শার্শায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিরের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টার সময় দিবসটি উপলক্ষে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের পূর্বে শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম ভবনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রী নারায়ন চন্দ্র পাল।
এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জীবনী থেকে আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনাসহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানের শেষ প্রান্তে ৯৩ পাউন্ডের কেক কেটে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন করেন উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
পরে, উপজেলার তৃর্ণমূল ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল উপহার, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসায় বেঞ্চ প্রদান, ল্যাপটপ, ফ্যান, ক্রীড়া সামগ্রী বিতরণ ও মহিলাদের স্বনির্ভর হতে নগদ টাকার চেক এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিকুল ইসলাম, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সরদার প্রমুখ।

