বন্যা ও দেয়াল ধসে শিশুসহ ৩ জনের মৃত্যু

আরো পড়ুন

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যায় ২ শিশুসহ তিনজন মারা গেছে। নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে শাহ আলম নামে এক যুবক নিখোঁজ রয়েছে।

অপরদিকে বরইতলী ইউনিয়নে দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে।

তারা হলো, ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের নাজেম উদ্দিনের দুই সন্তান তাবাসুম (১) ও সাবিদ (৫)। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান।

এদিকে টানা পাঁচ দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীতে বন্যার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপকূলীয় ইউনিয়নের মানুষগুলোকে আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে। এতে বন্যায় অন্তত দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ