বাগেরহাটে তানিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
তানিয়া খাতুন ওই গ্রামের সুজন শেখের স্ত্রী এবং একই গ্রামের মন্টু হাজরার মেয়ে।
স্থানীয়রা জানায়, সুজন শেখ কোনো কাজ না করায় সংসারে অশান্তি চলছিল। যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্প্রতি ঝগড়া বিবাদ শুরু হয়। সোমবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার ভোরে তার পিতা মন্টু হাজরা মেয়ের বাড়ীতে এসে ডাকতে থাকলে তার জামাতা সুজন শেখ ঘর থেকে বলে তানিয়া বাথরুমে গেছে। পিতা কিছুক্ষণ অপেক্ষা করে বাথরুমের দিকে গিয়ে দেখেন মেয়ে গলায় ওড়না দিয়ে বাথরুমে ঝুলে আছে। এ অবস্থায় তিনি ডাক-চিৎকার করলে স্থানীয় ছুটে আসে এবং ওড়না কেটে তানিয়াকে নামিয়ে ফেলে। তখন তানিয়া মারা গেছে বলে নিশ্চিত হয়। এ খবর পেয়ে কচুয়া থানা পুলিশ সকালেই ওই বাড়িতে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্য নিয়ে স্ত্রী তানিয়া খাতুন গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর কারণ আরো নিশ্চিত হতে লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

