আগামী ১৫ আগস্ট জাতীয় শোক বাংলাদেশের সাইবার জগতে হামলার হুমকি দিয়েছে এক দল হ্যাকার। হুমকির পরিপ্রেক্ষিতে সরকারের আইসিটি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি) সতর্কতা জারি করেছে।
শুক্রবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সিআইআরটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই হ্যাকাররা জানিয়েছে, আগামী ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে বড় ধরনের আক্রমণ হবে। হুমকিদাতা হ্যাকাররা নিজেদের “হ্যাকটিভিস্ট” হিসেবে দাবি করে বাংলাদেশ ও পাকিস্তানকে টার্গেট করেছে বলে জানিয়েছে সিআইআরটি।
এই হুমকির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছে সিআইআরটি। পাশাপাশি নিজেদের অবকাঠামো রক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারের আইসিটি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম জানিয়েছে, তাদের সাম্প্রতিক গবেষণায় একই মতাদর্শে প্রভাবিত বেশ কয়েকটি হ্যাকার দলকে চিহ্নিত করা হয়েছে। যারা অবিরাম বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে নিয়মিত সাইবার-আক্রমণ পরিচালনা করে আসছে।

