যশোর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার ( ৫ আগষ্ট) সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার , জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ।
উদ্বোধন শেষে তিনি যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন এবং যশোর জেলা ও দায়রা জজ আদালত কনফারেন্স কক্ষে যশোরে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

