বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রী নিহত

আরো পড়ুন

 

বেনাপোল চেকপোস্ট বড় আঁচড়া বাইপাস সড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিকা (১২) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বুধবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে স্কুলে যাবার পথে এ ঘটনা ঘটে।

নিহত আনিকা উপজেলার বড় আঁচড়া গ্রামের আলমগিরের মেয়ে। সে বেনাপোল গার্লস স্কুলে পড়তো।

স্থানীয়রা জানায়, ভারতে রফতানিমুখী ১০ চাকার রফতানি বাহি ট্রাকটি রাস্তা পার হওয়ার সময় পিছনের ডাবল চাকায় অনিকা পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একজন স্কুলছাত্রী নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় ট্রাকের ড্রইভার ও হেলপারকে আটক করা হযেছে। তবে এ ঘটনায় এখনও স্কুল ছাত্রীর পরিবারের কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ