ডেঙ্গুজ্বরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের মৃত্যু

আরো পড়ুন

ডেঙ্গুজ্বর শনাক্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অফিস।

রবিবার দুপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেসের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. শাহাদত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৩ জন, ঢাকার বাইরে ১ হাজার ৫৯ জন। সর্বমোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। ঢাকায় মারা গেছেন ৯ জন এবং ঢাকার বাইরে মারা গেছেন ১ জন।

শাহাদত আরো জানান, ঢাকায় ভর্তি রোগী রয়েছে ৫ হাজার ১০০ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬১ জন। মোট চিকিৎসাধীন ৮ হাজার ৯৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৭ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছেন। মোট ২৩৯ জন মারা গেছেন। ১১ থেকে ৫০ বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার দেশের অন্যান্য জেলার তুলনায় বেশি। জুন মাসে আমাদের রোগী ছিল ৫ হাজার ৫৬ জন, জুলাই মাসে এ পর্যন্ত আমাদের রোগীর সংখ্যা দেখা যাচ্ছে ৩৮ হাজার ৪২৯ জন। এ মাসে রোগীর সংখ্যা ৭ গুণের বেশি বেড়েছে গত মাসের তুলনায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ