কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় একটি যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারীঝাড়-রায়গঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি।
স্থানীয়রা জানান, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

