বাগেরহাটে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ।
বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্তের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলক কৃষিবিদ রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচলক মো. রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে জান্নাত, এসএপিপিও সরোয়ার হোসেন প্রমুখ।
কৃষি উন্নয়নে জিকেবিএসপি প্রকল্পের আওতায় এলাকা উপযোগী বিনা কর্তৃক উদ্ভাবিত ধানের জাত পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি এবং নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা বিষয়ে চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়। পরে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে ফেরমন ফাঁদ বিতরণ করেন।

