হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি

আরো পড়ুন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় সোমবার (২৪ জুলাই) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি জিডি করেছেন তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি নম্বর থেকে ফোন করে হিরো আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় তিনি জিডি করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

থানার সামনে সাংবাদিকদের সামনে হিরো আলম দাবি করেন, 01323792… নম্বর থেকে কল আসে। নিজের নাম-পরিচয় না দিয়ে বারবার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে।

হুমকি দিয়ে বলে আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিবো। আমি আসতেছি, তোর …পথে বাঁশ দিবো। মামলা দিছস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি। বার বার গালিগালাজ করে, আর অনবরত হুমকি দিতে থাকে।

এদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলা মামলায় আরো পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, সজল, প্রিন্স, সাহেব আলী, শোয়েব ও বায়েজিদ। এ মামলায় এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ