সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আরো পড়ুন

চট্টগ্রামে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে বাঁশবাড়িয়া সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী।

তিনি বলেন, একটি মরদেহ পাওয়ার পর আশপাশে খোঁজাখুঁজি করে কিছুটা দূরে আরেকটি পাওয়া যায়।

প্রাণ হারানো দুইজন হলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগের শিক্ষার্থী ২৩ বছর বয়সী আলী আহসান মারুফ এবং কুরআনিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী ২২ বছর বয়সী এনায়েত চৌধুরী।

সোমবার (২৪ জুলাই) বিকেলে একরাম হোসেন নামের এক বন্ধুর সঙ্গে দুই ছাত্র বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সহপাঠীরা জানান, তারা উপজেলার গুল আহমদ জুট মিল এলাকার একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়ায় থাকেন। সোমবার সন্ধ্যার দিকে তিন বন্ধু মিলে বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন।

পরে তিনজন একসাথে সাগরে নামেন। এ সময় হঠাৎ একটি তীব্র স্রোত এলে তিনি কোনো রকমে তীরে উঠে আসলেও বাকি দুইজন স্রোতের টানে ভেসে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। সোমবার রাত সাড়ে আটটার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফিরে আসে ফায়ার সার্ভিস।

এর মধ্যে রাত ১০টার দিকে সৈকতে ভেসে আসা মরদেহ দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদরঘাট নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া নেয়া হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ